সিদ্ধান্তে অনড় বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে এ অবস্থান পুনর্ব্যক্ত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠকে ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ক্রীড়া উপদেষ্টা নিজেও।
মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে গণমাধ্যমকে আমিনুল বলেন, শুধু ক্রিকেটারদের নয়, কর্মকর্তা, সাংবাদিক, স্পন্সর ও ক্রিকেটপ্রেমীদের নিরাপত্তার বিষয়টিও বিসিবির কাছে বড় উদ্বেগের কারণ।
তিনি বলেন, ‘খেলোয়াড়দের বাইরে যে বড় একটি জনগোষ্ঠী আছে, আমাদের সাংবাদিক, স্পন্সর ও ক্রিকেটপ্রেমী—অনেকেই খেলা দেখতে যাবেন। সবার নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেট বোর্ডের একার পক্ষে সম্ভব নয়। এ কারণেই আমরা সরকারের নির্দেশনার ওপর নির্ভর করছি। যেকোনো বিদেশ সফরের ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট অর্ডার (জিও) প্রয়োজন হয়।নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হলে আমরা আমাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব।’
তিনি বলেন, ‘যখন মুস্তাফিজের মতো একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে এবং তাকে বাদ দিতে হয়, তখন একটি দল ও একটি দেশের জনগোষ্ঠীর নিরাপত্তা তো আরো বড় বিষয়। এটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন।’


