একাধিক মামলার আসামী আ. লীগ নেতা ফরহাদ বক্সকে বাসা থেকে গ্রেফতার

একাধিক মামলার আসামী সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ফরহাদ বক্সকে আজ (সোমবার) সন্ধ্যায় নিজ বাসা থেকে কতোয়ালী পুলিশ গ্রেফতার করেছে।
বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট-১ আসনের সাবেক এমপি ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন নগরীর ৯নং ওয়ার্ড এর নেহারি পাড়া, আখালিয়া বাজার এলাকার চুনু মিয়ার ছেলে ফরহাদ বক্স। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল ও তার ভাই সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মুমেন এর যোগসাজশে ও দলীয় প্রভাব খাঁটিয়ে নানা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি আখালিয়া এলাকায় আওয়ামী লীগের দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ জুলাই সুরমা এলাকায় ছাত্রলীগের কর্মীদের দিয়ে বারি অস্ত্র, রামদা ও বন্দুক দিয়ে সন্ত্রাসী কায়দায় মহরা দেওয়ায় এই ফরহাদ বক্স। জুলাই আন্দোলনের পর থেকে তিনি আখালিয়া অঞ্চলে আওয়ামী লীগের হয়ে সক্রিয়ভাবে কাজ করলেও, জামায়াত ও বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে ‘সন্ত্রাসী কায়দায়’ একাধিক মামলা দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
বিগত কয়েক মাস ধরে এসব মামলার বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছিল। অবশেষে আজ সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফরহাদ বক্সকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।