চলন্ত ফ্লাইটে তীব্র ঝাঁকুনিতে ভেঙে গেছে দু’জনের পা
লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার সময় ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে আকস্মিক তীব্র ঝাঁকুনিতে দু’জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন যাত্রী ও একজন কেবিন ক্রু রয়েছেন। দু’জনেরই পায়ের হাড় ভেঙেছে বলে তদন্তে জানা গেছে।
এয়ার অ্যাক্সিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চ এর বিবৃতি উল্লেখ করে ‘দ্য ইন্ডিপেন্ডেনস’ এক প্রতিবেদনে বিষয়টি জানায়।
প্রতিবেদনে বলা হয়ে, লস অ্যাঞ্জেলেস থেকে লন্ডনের হিথ্রো যাচ্ছিল ব্রিটিশ এয়ারওয়েজ-এর ওই ফ্লাইট।
প্রতিবেদন অনুযায়ী, টার্বুলেন্স ১০ থেকে ১৫ সেকেন্ড স্থায়ী হয় এবং বিমানের ক্যাপ্টেন এটিকে “হালকা থেকে মাঝারি মাত্রার” বলে বর্ণনা করেন।
তবে আহত যাত্রী জানান, টয়লেট ব্যবহার করে নিজের আসনে ফেরার সময় বিমানটি হঠাৎ ওপরের দিকে এবং পাশের দিকে তীব্রভাবে নড়ে ওঠে। এই আকস্মিক ঝাঁকুনিতেই তার গোড়ালির হাড় ভেঙে যায়।
অন্যদিকে, দ্য ইন্ডিপেনডেন্ট-কে দেওয়া এক বিবৃতিতে ব্রিটিশ এয়ারওয়েজ জানায়, “নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের অত্যন্ত দক্ষ পাইলট ও কেবিন ক্রুরা এ ধরনের বিরল পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশিক্ষিত।”
বিবৃতিতে আরও বলা হয়, “বিমানটি নিরাপদে লন্ডন হিথ্রোতে অবতরণ করেছে এবং সেখানে আমাদের টিম আমাদের সহকর্মী ও যাত্রী উভয়েরই যথাযথ দেখভাল করেছে।”


