আম্মানে একটি ফিলিস্তিনি শরণার্থী পরিবারে জন্মগ্রহণ করা ওমর আল ইয়াগি পেলেন নোবেল পুরস্কার ২০২৫

১৯৬৫ সালে জর্ডানের আম্মানে একটি ফিলিস্তিনি শরণার্থী পরিবারে জন্মগ্রহণ করেন ওমর আল ইয়াগি। দারিদ্র্যের মধ্যেই বেড়ে ওঠেন তিনি , গবাদি পশুর সাথে একটি মাত্র ঘরে ভাগাভাগি করে থাকতেন এবং তাদের পারিবারিক অবস্থা এতটাই সংকটাপন্ন ছিলো যে প্রায়শই বিদ্যুৎ বা সুপেয় পানির অভাব থাকতো । ১৫ বছর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান, ১৯৯০ সালে ইলিনয়িস বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং বিশ্ব সাংস্কৃতিক পরিষদের সপ্তম সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন।
আজ এই গুণী রসায়নবিদ "জৈব-ধাতব কাঠামোর উন্নয়নের জন্য" ২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কারপ্রাপ্ত মুসলিম বিজ্ঞানী হিসেবে তিনি ৪র্থ অবস্থানে আছেন।
২০১৫ সালে তিনি আণবিক রসায়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মুসলিম বিজ্ঞানী হিসেবে কিং ফয়সাল পুরস্কার লাভ করেন। পরবর্তীতে সৌদি আরবের বেশকিছু বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক প্রজেক্টে তাকে দায়িত্ব দেওয়া হয়। তিনি এখনো সেগুলোর দেখভাল করছেন। ২০২১ সালে সৌদি সরকার তাকে সম্মানজনক নাগরিকত্ব প্রদান করেন। সেইসূত্রে তিনি ত্রিদেশীয়
(জর্ডান, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র) নাগরিকত্বের অধিকারী।