যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি

যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি

যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন এনে দুই সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে আবুল কালাম আজাদকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন খসরুজ্জামান খসরু। আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায় এবং খসরুজ্জামান খসরুর বাড়ি ওসমানীনগর উপজেলায়।

সোমবার (১৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য বিএনপির দীর্ঘ ছয় বছর ধরে চলা আগের কমিটির মেয়াদের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

নতুন কমিটির নেতৃত্বেই লন্ডনে আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।