বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ী ভিসা দেওয়া বন্ধ করলেন ট্রাম্প

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ী ভিসা দেওয়া বন্ধ করলেন ট্রাম্প

    


সাইফ হাসান
ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যারা স্থায়ীভাবে দেশটিতে থাকার স্বপ্ন দেখছিলেন তাদের জন্য এটি বড় দুঃসংবাদ। তবে পর্যটক বা স্বল্পমেয়াদী ভিসাধারীরা এই নতুন নিয়মের আওতায় পড়বেন না।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের কনস্যুলেটগুলোকে নির্দেশ দিয়েছে যেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ৭৫টি দেশের অভিবাসী ভিসা প্রসেসিং বন্ধ রাখা হয়। এই তালিকায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভুটানের নাম রয়েছে। ট্রাম্প প্রশাসন দাবি করেছে, এসব অভিবাসীরা আমেরিকার জনগণের সম্পদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, এই স্থগিতাদেশ কেবল তাদের জন্য যারা গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের জন্য আবেদন করেছেন। যারা স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা বা ঘোরার জন্য টুরিস্ট ভিসায় আমেরিকা যেতে চান, তারা আগের মতোই আবেদন করতে পারবেন। দ্বৈত নাগরিকরা অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে এই বাধার বাইরে থাকতে পারবেন।

এর আগে গত নভেম্বরে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের ওপর গু*লি চালানোর ঘটনায় এক আফগান নাগরিকের সংশ্লিষ্টতা পাওয়ার পর ট্রাম্প প্রশাসন আরও কঠোর হয়। এছাড়া এইচ-ওয়ান বি ভিসার ফি বাড়িয়ে এক লাখ ডলার করা এবং শরণার্থী নেওয়ার সীমা কমিয়ে আনার মতো পদক্ষেপও নেওয়া হয়েছে। মূলত জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।