যুক্তরাজ্যে প্রবেশের নিয়মে বড় পরিবর্তন আসছে
যুক্তরাজ্যে প্রবেশের নিয়মে বড় পরিবর্তন আসছে দ্বৈত নাগরিক ব্রিটিশদের জন্য। হোম অফিসের নতুন ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ব্যবস্থা কার্যকর হওয়ার পর, ইউকে পাসপোর্ট ছাড়া যুক্তরাজ্যে ঢুকতে গিয়ে সমস্যায় পড়তে পারেন তারা।
নতুন নিয়ম অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে দ্বৈত নাগরিক ব্রিটিশদের যুক্তরাজ্যে প্রবেশের সময় অবশ্যই একটি বৈধ ব্রিটিশ পাসপোর্ট অথবা সার্টিফিকেট অব এনটাইটেলমেন্ট দেখাতে হবে। এর আগে তারা অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করেও যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারতেন।
যেহেতু ব্রিটিশ ও আইরিশ নাগরিকরা ইটিএ থেকে অব্যাহতি পাবেন, তাই তাদের নাগরিকত্ব প্রমাণে এখন থেকে শুধুমাত্র ব্রিটিশ বা আইরিশ পাসপোর্ট গ্রহণযোগ্য হবে। এই নিয়ম ২৪ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বিদেশে বসবাসকারী বা বিদেশ থেকে ভ্রমণকারী সব দ্বৈত নাগরিকের জন্য প্রযোজ্য।
হোম অফিস বলছে, ইমিগ্রেশন ব্যবস্থাকে ডিজিটাল ও নিরাপদ করতেই এই পরিবর্তন। তবে অনেক দ্বৈত নাগরিক এই সিদ্ধান্তে হতাশ। কেউ কেউ বলছেন, এতে নাগরিকদের ওপর বাড়তি খরচ ও ঝামেলা চাপছে, আবার অনেকে মনে করছেন—দ্বৈত নাগরিকত্ব একটি সুবিধা, যার সঙ্গে কিছু দায়িত্ব থাকাই স্বাভাবিক।


