রুচিহীনতা
কাজী শামীমা রুবী
ভুগছে আধুনিক নারী সমাজ রুচিহীনতায়
উড়ে গেছে চক্ষু লজ্জা পোশাকের শালীনতায়।
বার হাত শাড়ি পরেও ঢাকা যায় না দেহ
অর্ধ উলঙ্গ থেকে স্মার্ট ভাবে কেহ কেহ।
নারী হয়ে পুরুষ বেশে থাকা আভিজাত্য নয়
রুচির দূর্ভিক্ষ চলছে এখন সারা জগতময়।
চোখের জেনা কখনোই হবে নাতো ফ্যাশন
নষ্ট নারীর অর্ধউলঙ্গ থাকাটাই এমবিশন।
উশৃংখলতা ছেড়ে নারী জাগ্রত করো দৃষ্টি
বেপরোয়া হতে পারে না ঐতিহ্য আর কৃষ্টি।
বিকৃত রুচি ব্যবিচার নয় আধুনিকতার ছোঁয়া
কি নেশায় ক্রয় করছো কপাল পোড়ার ধোঁয়া।
সম্ভ্রান্ত পরিবারে অসৎ নারীর হয় নাতো স্থান
ভেবে দেখো নষ্টনারী কোথায় তোমার অবস্থান।
বজর্গনারী যুবতীদের দেখাও আলোর দিশা
মৃত্যুবরণ করবে একদিন ছাড়ুক এসব নেশা।
পিতা-ভ্রাতা দাও নারীদের পারিবারিক শিক্ষা
স্বীয় পবিত্রতা মেনেই পাক শালীনতার দীক্ষা
সুশাসন থাকলে স্বামীর নারী হয় সম্মানি
সঠিক পথে ধাবিত হয় আল্লাহ রাসূল মানি।


