তুরস্কে ৯শ বছরের পুরনো মাদরাসা আবিষ্কার
নিহার মামদুহ
তুরস্কের মধ্য আনাতোলিয়ায় প্রায় নয় শ বছরের প্রাচীন মাদরাসা আবিষ্কৃত হয়েছে। আনাতোলিয়ার কায়সেরি শহরে নগর পুনর্গঠন প্রকল্প চলাকালে এই মাদরাসার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই মাদরাসাটি পুনরুদ্ধার করা হবে। ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানটির সন্ধান পাওয়া গেছে ঐতিহাসিক কেবির মসজিদের ঠিক দক্ষিণে অবস্থিত মেলিক মেহমেদ গাজি সমাধির কাছে।
কায়সেরির মেয়র মেমদুহ বুইয়ুককিলিচ বলেন, কায়সেরি বহু সভ্যতার আবাসস্থল ছিল এবং ইসলামী ইতিহাসে শহরটির একটি বিশেষ স্থান রয়েছে।
তিনি বলেন, জামি কেবির এমন একটি এলাকা, যেখানে আমরা অত্যন্ত সতর্ক ও অর্থবহ কাজ পরিচালনা করছি। আশপাশের এলাকা উন্মুক্ত করার সময় আমরা এক চমকপ্রদ আবিষ্কারের মুখোমুখি হই। মেলিক মেহমেদ গাজির সমাধির ঠিক পাশেই আমরা একটি ধর্মীয় কমপ্লেক্সে নির্মিত মাদরাসার দেয়াল ও নিদর্শন খুঁজে পেয়েছি।
দানিশমেন্দ রাজবংশের শাসক মেলিক মেহমেদ গাজিকে কায়সেরির অন্যতম প্রতিষ্ঠাতা এবং আনাতোলিয়ায় প্রারম্ভিক তুর্কি ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। তাঁর প্রতিষ্ঠিত মসজিদটি এখনো শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিদ্যমান।
বুইয়ুককিলিচ আরো জানান, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় বিদ্যমান একাডেমিক গবেষণা ও ঐতিহাসিক নথিপত্রের আলোকে খনন ও পুনরুদ্ধার কাজ পরিচালনা করা হবে। আমাদের লক্ষ্য এই মাদরাসাটিকে পুনর্জীবিত করা এবং কায়সেরি শহর ও আমাদের দেশের জন্য উপযুক্ত একটি ঐতিহাসিক স্থাপনা উপহার দেওয়া।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড ও আনাদুলু এজেন্সি


