২০২৪ সাল থেকে ৫০ হাজার অভিবাসীকে বহিস্কার করেছে যুক্তরাজ্য 

২০২৪ সাল থেকে ৫০ হাজার অভিবাসীকে বহিস্কার করেছে যুক্তরাজ্য 

যুক্তরাজ্যে অবৈধ কাজে জড়িতদের বিরুদ্ধে অভিযান ও গ্রেপ্তার ব্রিটিশ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিমের ধারাবাহিক অভিযানে সরকার ক্ষমতায় আসার পর থেকে সারা দেশে অভিযান বেড়েছে ৭৭ শতাংশ এবং গ্রেপ্তার বেড়েছে ৮৩ শতাংশ।

সরকারি হিসাব অনুযায়ী, জুলাই ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ে সারা যুক্তরাজ্যে ১৭ হাজার ৪০০–এর বেশি অভিযানে অন্তত ১২ হাজার ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নেইল বার, কার ওয়াশ, নাপিতের দোকান, টেকঅ্যাওয়ে শপসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান ছিল এসব অভিযানের মূল লক্ষ্য।

হোম অফিস জানায়, ইমিগ্রেশন এনফোর্সমেন্টকে গত বছর অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড তহবিল দেওয়ার ফলে এই বড় পরিসরের অভিযান সম্ভব হয়েছে। এই অর্থ অবৈধ কর্মসংস্থান সংশ্লিষ্ট অপরাধ দমন এবং চক্রগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যবহৃত হচ্ছে।

সরকারের মতে, অবৈধ কাজের বিরুদ্ধে এই অভিযান অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এবং ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশের প্রলোভন বন্ধ করার কৌশলের অংশ। একই সঙ্গে বর্তমান সরকারের অধীনে ৫০ হাজার অবৈধ অভিবাসীকে অপসারণ ও বহিষ্কার করা হয়েছে, যা আগের সময়ের তুলনায় ২৩ শতাংশ বেশি।