ব্রিটিশ নাগরিক এখন বেসরকারি ডায়াগনস্টিক সেবার দিকে ঝুঁকছেন
ব্রিটেনে জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস (NHS)-এর দীর্ঘ অপেক্ষার তালিকা নিয়ে বাড়ছে জনভোগান্তি। চিকিৎসা পরীক্ষা ও স্ক্যানের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে না চেয়ে অনেক ব্রিটিশ নাগরিক এখন বেসরকারি ডায়াগনস্টিক সেবার দিকে ঝুঁকছেন।
বিশেষ করে নতুন বছরে স্বাস্থ্যসংক্রান্ত লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে সময় ও জটিল রেফারাল প্রক্রিয়া বড় বাধা হয়ে দাঁড়ানোয় Scan.com–এর মতো প্ল্যাটফর্ম জনপ্রিয়তা পাচ্ছে। প্রায় ৩০০ পাউন্ড থেকে শুরু হওয়া প্যাকেজে জিপি রেফারাল ছাড়াই সরাসরি এমআরআই, আলট্রাসাউন্ড ও সিটি স্ক্যান করানোর সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
Scan.com যুক্তরাজ্যের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালে দ্রুত স্ক্যানের ব্যবস্থা করে দেয়। সাধারণত কয়েক দিনের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট ও রিপোর্ট পাওয়া যায়। বুকিং থেকে ফলাফল পর্যন্ত ক্লিনিক্যাল সহায়তাও দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক ডা. লিজি টাকি জানান, মানুষের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার পথে যে জটিলতা রয়েছে, তা কমাতেই তাদের এই উদ্যোগ।
ব্যথা, আঘাত, মাথাব্যথা, হজমজনিত সমস্যা ছাড়াও আগাম সতর্কতা হিসেবে ফুল বডি এমআরআই, হৃদযন্ত্র পরীক্ষা, ডেক্সা স্ক্যান, প্রোস্টেট ও স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের সুবিধা দিচ্ছে Scan.com।
এছাড়া বুপা ও ভিস্তা হেলথও বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য পরীক্ষা ও ফুল বডি স্ক্যান সেবা দিচ্ছে। অনলাইন রিভিউ প্ল্যাটফর্ম ট্রাস্টপাইলটে Scan.com–এর সেবা নিয়ে বেশির ভাগ গ্রাহক দ্রুততা ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন।
সব মিলিয়ে NHS-এর দীর্ঘ অপেক্ষার বিকল্প হিসেবে দ্রুত ও সহজ স্বাস্থ্যসেবা পেতে বেসরকারি ডায়াগনস্টিক প্ল্যাটফর্মে আগ্রহ বাড়ছে ব্রিটেনে।
সূত্র: দ্য এক্সপ্রেস


