শায়খ জিয়া উদ্দিনের সুস্থতা কামনায় ঢাকাদক্ষিণ মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সদরে এদারা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা, জামিয়া মাদানিয়া আংঙ্গুরা মোহাম্মদপুর এর মহা পরিচালক আল্লামা শায়খ জিয়াউদ্দিন দা. বা. এর রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘ হায়াতে ত্বায়্যিবাহ'র জন্য এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অদ্য ২০/১১/২০২৫ ঈসায়ি বৃহস্পতিবার বাদ ফজর ঢাকাদক্ষিণ দারুল উলূম হোসাইনিয়া মাদ্রাসা, গোলাপগঞ্জ, সিলেটে।

হযরতের সুস্থতার জন্য অনুষ্ঠিত দোয়া মাহফিলের প্রথমদিকে খতমে কোরআন ও খতমে ইউনুসের আমল করা হয়। পরিশেষে হযরতেরই শিষ্য, জামিয়া মাদানিয়া আংঙ্গরার সন্তান ও অত্র মাদ্রাসার মুহাদ্দিস মুফতি খায়রুযযামান আহমদাবাদির মোনাজাত পরিচালনার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

দোয়া শেষে তিনি উপস্থিত উস্তায-ছাত্র সকলের নিকট হযরতের সুস্থতার জন্য পুনরায় দোয়ার দরখাস্ত করেন।


