ড্রাইভিং পরীক্ষায় পরিবর্তন আনছে ডিভিএসএ, আগামী সোমবার থেকেই কার্যকর

ড্রাইভিং পরীক্ষায় পরিবর্তন আনছে ডিভিএসএ, আগামী সোমবার থেকেই কার্যকর

বাংলাভাষী ডেস্ক

ব্রিটেনের ড্রাইভার অ্যান্ড ভেহিকল স্ট্যান্ডার্ডস এজেন্সি (DVSA) আগামী সোমবার, ২৪ নভেম্বর থেকে ড্রাইভিং পরীক্ষায় নতুন পরিবর্তন কার্যকর করতে যাচ্ছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং চালক ও যানবাহনকে আইনগত মানদণ্ডে রাখতে কাজ করে প্রতিষ্ঠানটি।

ডিভিএসএ জানায়, গত এপ্রিলের পরীক্ষামূলক প্রয়োগের পর পাওয়া ফলাফলের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার ভাষায়, লক্ষ্য হলো পরীক্ষাকে এমনভাবে সাজানো, যাতে তা বাস্তব সড়কে চালানোর অভিজ্ঞতার সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ হয় এবং নতুন চালকরা দীর্ঘমেয়াদে নিরাপদভাবে গাড়ি চালানোর প্রস্তুতি পায়।

এপ্রিলের পরীক্ষামূলক ট্রায়াল ২০টি ড্রাইভিং টেস্ট সেন্টারে পরিচালিত হয়। সেখানে তিনটি বড় পরিবর্তনের ওপর নজর দেওয়া হয়েছিল।

যে পরিবর্তনগুলো আসছে
 • পরীক্ষায় থামার সংখ্যা চার থেকে কমিয়ে তিনটি করা হচ্ছে।
 • জরুরি ব্রেকের অনুশীলন এক-তৃতীয়াংশ পরীক্ষার বদলে এখন থেকে প্রতি সাত পরীক্ষায় মাত্র একবার নেওয়া হবে।
 • স্বাধীনভাবে গাড়ি চালানোর অংশে আরও নমনীয়তা যোগ করা হয়েছে। স্যাটনাভ, সড়কচিহ্ন বা উভয় নির্দেশনা অনুসরণ করতে হবে এবং তা পরীক্ষার সম্পূর্ণ সময়জুড়ে চলতে পারে।

ডিভিএসএ মনে করে, এসব পরিবর্তন ড্রাইভিং পরীক্ষার প্রবাহ আরও স্বাভাবিক করবে এবং নতুন চালকদের বাস্তব সড়ক পরিস্থিতির জন্য ভালোভাবে প্রস্তুত করবে।