যুক্তরাজ্যে রেকর্ড অভিবাসনপ্রত্যাশীর আগমন, নতুন চাপে সরকার
চলতি বছর এরই মধ্যে প্রায় ৩৭ হাজার অভিবাসনপ্রত্যাশী ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছেছেন, যা ২০২৪ সালের মোট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এমন চিত্র দেখা গেছে।
ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর উত্তর ফ্রান্স থেকে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে মোট ৩৬ হাজার ৯৫৪ জন অনথিভুক্ত অভিবাসনপ্রত্যাশী চ্যানেল পাড়ি দিয়েছেন, যেখানে গত বছর পুরো সময়জুড়ে এই সংখ্যা ছিল ৩৬ হাজার ৮১৬ জন।
এই ক্রমবর্ধমান প্রবাহ এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ক্ষমতায় আসার সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন মানবপাচারকারী চক্রকে চূর্ণ করবেন, যারা অভিবাসীদের বিপজ্জনক যাত্রার জন্য বিপুল অর্থ আদায় করে থাকে।
সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ২০২৫ সাল যুক্তরাজ্যে ছোট নৌকায় আগমনের দ্বিতীয় সর্বোচ্চ বছর হতে যাচ্ছে — এর আগের রেকর্ড ছিল ২০২২ সালে, যখন ৪৫ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী এভাবে ব্রিটেনে প্রবেশ করেন।
অভিবাসন ইস্যুতে জনঅসন্তোষ বাড়তে থাকায় নাইজেল ফারাজের নেতৃত্বাধীন কট্টর-ডানপন্থি রিফর্ম ইউকে পার্টি দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। এই প্রবণতা ঠেকাতে স্টারমার সরকার একাধিক পদক্ষেপ ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে ফ্রান্সের সঙ্গে অভিবাসী ফেরত পাঠানোর চুক্তি।
তবে এখনো তেমন কোনো কার্যকর ফলাফল দেখা যায়নি।
সরকারি তথ্য বলছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে ছোট নৌকায় আগমনের হার আগের বছরের তুলনায় ৪৮ শতাংশ বেড়েছে, যার জন্য সরকার দীর্ঘ সময়ের শুষ্ক আবহাওয়াকে দায়ী করছে।
সূত্র: এএফপি


