লন্ডনে সাংবাদিক বিভুরঞ্জনের মৃত্যু ও আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

লন্ডনে সাংবাদিক বিভুরঞ্জনের মৃত্যু ও আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

নূরজাহান শিল্পী 

বর্ষীয়ান কলামিস্ট ও সাংবাদিক বিভুরঞ্জন সরকারের রহস্যময় মৃত্যু এবং সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে লন্ডনের শহীদ মিনারে এক মানববন্ধনের আয়োজন করা হয়। লন্ডন বাংলা মিডিয়ার সাংবাদিকরা ২৬ আগস্ট মঙ্গলবার বিকেল ৬টায় আলতাব আলী পার্কের শহীদ মিনারে এই কর্মসূচিতে অংশ নেন।

প্রসঙ্গত, নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে বিভুরঞ্জন সরকারের লাশ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা—সে বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। নিখোঁজ হওয়ার আগে তিনি স্থানীয় একটি গণমাধ্যমে ইমেইলের মাধ্যমে নিজের অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরে ‘শেষ লেখা’ পাঠিয়েছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “দেশ এখন মগের, দেশ এখন মবের। এই ব্যর্থ ও অবৈধ সরকার সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।” তারা আরও মন্তব্য করেন, “মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে নিয়ে যারা ছিনিমিনি খেলছে তারা একদিন ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক শাহ বেলাল। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা-সাংবাদিক আবু মুসা হাসান, সাংবাদিক মতিয়ার চৌধুরী, ড. আনসার আহমেদ উল্লা, বাতিরুল হক সরদার, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, সৈয়দ এনামুল ইসলাম, আব্দুল আহাদ চৌধুরী, জুয়েল রাজ, আব্দুল বাছির, সুসান্ত দাস গুপ্ত, আলী আকবর চৌধুরী, সুয়েজ মিয়া, পুস্পিতা গুপ্ত, রুমি হক এবং সৈয়দ হিলাল সাইফ প্রমুখ।