সিলেট চেম্বার নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার, দ্রুত নির্বাচনের নির্দেশ উচ্চ আদালতের

সিলেট চেম্বার নির্বাচন      স্থগিতাদেশ প্রত্যাহার, দ্রুত নির্বাচনের নির্দেশ উচ্চ আদালতের

বাংলাভাষী ডেস্ক


সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনের বাণিজ্য মন্ত্রনালয়ের স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচন দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৯ অক্টোবর) সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সভাপতি পদপ্রার্থী ফালাহ উদ্দিন আলী আহমেদ ও সহ সভাপতি প্রার্থী মাসুম ইফতাকার রসুল শিহাব করা রিট পিটিশনের জবাবে হাইকোর্টের বিচারক ফাতেহা নজীব ও ফাতেমা আনোয়ার এই আদেশ জারি করেন। এসময় স্থগিত হওয়া নির্বাচন দ্রুত শেষ করার নির্দেশনা প্রদান করেন বিচারকরা।       

বিষয়টি নিশ্চিত করে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সভাপতি পদপ্রার্থী ফালাহ উদ্দিন আলী আহমেদ সিলেট ভয়েসকে বলেন,বাণিজ্য মন্ত্রনালয়ের স্থগিতাদেশ দেওয়া পর আমরাই প্রথম গেল ২৭ অক্টোবর নির্বাচনের স্থগিতাদেশের প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করি। যার প্রেক্ষিত্রে আজ বিচারক বাণিজ্য মন্ত্রনালয়ের দেয়া স্থগিতাদেশ বাতিল করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়ার নির্দেশনা দিয়েছেন।   

অন্যদিকে, দায়ের করা রিটে তাঁরা দাবি করেন, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন–১ শাখা থেকে ২৬ অক্টোব জারি করা স্মারক নং ২৬.০০.০০০০.০০৫.৬২.০০৫.২২১ নম্বরের চিঠির মাধ্যমে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিত করা হয়েছে, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আবেদনকারীরা আদালতের কাছে বাণিজ্য মন্ত্রনালয়ের ওই চিঠিকে “অবৈধ ও অগণতান্ত্রিক হস্তক্ষেপ” আখ্যা দিয়ে তা বাতিল ঘোষণা করার অনুরোধ জানিয়েছিলেন।  

উল্লেখ্য, আগামী ১ নভেম্বর দি সিলেট চেম্বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। নির্বাচনে দুটি প্যানেল সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তবে রোববার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন–১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের বিষয়টি সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডকে জানানো হয়।