ভালো নেই টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা হাসান মাহমুদ
বাংলাভাষী ডেস্ক
ভালো নেই টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা হাসান মাহমুদ। গত সোমবার রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখান থেকে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে।
এরই মধ্যে এক সংবাদ মাধ্যমের বরাতে জানা গেল তার সর্বশেষ শারীরিক অবস্থা। এক সপ্তাহের বেশি সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে অভিনেতাকে; আর আপাতত বাসায় ফেরার মতো অবস্থায়ও নেই হাসান মাহমুদ।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতার স্ত্রী সানজিদা শিমুল জানান, অভিনেতার শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। চিকিৎসকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা জানিয়েছেন, সেই অর্থে এটা স্ট্রোক না।


