ঘুমন্ত পৃথিবী

ঘুমন্ত পৃথিবী

 নাজরিন আরা

বছরের শেষ সূর্যাস্তে হাঁটছি তোমার হাতে হাত রেখে

আসছে বছরের স্বপ্নগুলো তোমাকে ঘিরে,

তোমার চোখেও দেখেছি না বলা স্বপ্ন কথা

গোধূলির  রং মাখা আমাদের ভালোবাসা। 

তোমার হাসি আর মায়া কাড়া দৃষ্টি 

এই তো আমার জীবন

তোমার চোখে আমার আকাশ ভূবন।

তোমার ভালোবাসার মোহময়তা ,আমার আচ্ছনতা, 

এই আমার পৃথিবী_ আমার আমিকে খুজে পাওয়া। 

বছর শেষের আলোয় ভরা এই  পূনিমা সন্ধ্যা। 

ধীরে রাত নামছে, প্রহরও গড়াবে, 

চাঁদের আলোর বিবনতার মাঝে বাজবে নতুন প্রভাতের আগমনী গান। 

ডুবছে চাঁদ, আসছে নতুন বছর

তোমার হাত ধরে হাঁটছি,মনের মাঝে ভালোবাসার নহর। 

তোমার ভালোবাসাই জীবনে আমার সন্জীবনী সুধা

আমার রাতের কালো করলে দূর, মিটালে গোপন খুদা

সেথায় দিপ্ত শিখা জ্বালো

আমার ভালোবাসার আলো।

আসছে বছরের স্বপ্নগুলো তোমার সাথে হাঁটে

সূর্যাস্তের রঙে আঁকা তোমার ছবি পটে আঁকে। 

তোমার চোখের মায়ায় বাঁধা  এই আমি

তোমার কথা মাধুরী, তোমার স্পর্শে জেগেছে আমার   ঘুমন্ত পৃথিবী। 

প্রকৃতির সৌন্দর্য আর মানুষের মন 

দুটিতে আছে  গভীর সম্পক তুমি কি জানো?

প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে গিয়ে 

 এই যে নিজেকে খুঁজে পাওয়া

আর শান্তির আনন্দ সলিলে ভেসে যাওয়া।

এইই জীবন নেই তো কিছু আর চাওয়া।

বছর শেষে, সময়ের শেষে, 

মানুষ নিজের জীবনের দিকে তাকায় 

নিজের অর্জন, সম্পর্ক, এবং স্বপ্নগুলোকে 

স্মরণে  সাজায়।

জীবন একটা শুকনো ক্ষণস্থায়ী  পদ্ম পাতা

যে বছর গেলো সুখ দুখ আনন্দ বেদনা শান্তি গাঁথা।

নতুন বছর   আবারও  নতুন স্বপ্নের জাল বোনা। 

জীবন অনেক সুন্দর মায়াময়  

কখনো অন্ধকার এক গভীর বন

সামনে নতুন ভবিষ্যত কি আছে কেউ কি জানে?

না জানে আমার  মন। 

প্রতিশ্রুত এ জীবনে যেতে হবে অনেক দূর

বছর আসে বছর যায় 

প্রকৃতির মতো মানুষের  নেই তো বিরাম।