জুলাই অভ্যুত্থানে গোলাপগঞ্জে শহীদ ও আহত ৪২ পরিবারের মধ্যে অহিল আহমদের অর্থ সহায়তা প্রদান

বাংলাভাষী ডেস্ক :
সিলেটের গোলাপগঞ্জে জুলাই অভ্যূত্তানে শহীদ ৮ পরিবারসহ আহত ৪২ জনের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হযেছে। রোববার সিলেট শহরতলীর গোলাপগঞ্জের হাজীপুরে বায়তুল মাহমুদে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা হস্তান্তর করা হয়। বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স এডভাইজার ও লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর সাবেক ডেপুটি মেয়র আ ম অহিদ আহমদের উদ্যোগে প্রবাসীদের পক্ষ থেকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। বিশিষ্ট সমাজসেবী আমেরিকা প্রবাসী খলিল আহমদের সভাপতিত্বে ও বিএনপি নেতা নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান,জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধূরী নার্জিস, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, উপজেলা বিএনপির সহ সভাপতি হেলালউজ্জামান, ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান শামীম আহমদ, বুধবারী বাজার ইউপি চেয়ারম্যান, বুধবারী বাজার ইউপি চেয়ারম্যান কামাল আহমদ, ইতালীর মিলান জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ময়েজুর রহমান ময়েজ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অহিদ আহমদ বলেন, যে কোনো দুর্যোগে দু:সময়ে তাদের বাড়িতে মানুষকে এনে সম্মান দেয়ার একটি রেওয়াজ আছে। এবারও তারা সেটি করলেন। যারা জাতির প্রয়োজনে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন,তাদেরকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। তিনি বলেন, প্রবাসীদের পক্ষ থেকে ইতোপূর্বে একবার সহায়তা প্রদান করা হয়েছে। এবারও সাধ্যমতো চেষ্টা করা হলো। ভবিষ্যতেও এই বীরদের জন্য আরো বড় পরিসরে কিছু করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যফেয়ার্স এডভাইজার অহিদ আহমদ তাঁর বক্তব্যে গোলাগগঞ্জে নিরীহ জনতার উপর হামলা গুলিবর্ষণকারীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি দাবী জানিয়ে বলেন, এদের বিচার না হলে শহীদদের আত্মা শান্তি পাবেনা। তিনি এ প্রসঙ্গে বলেন, এসব ঘটনায় যাতে নিরিহ মানুষ হয়রাণীর শিকার না হন সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ আমাদের নেতা তারেক রহমান আগামীতে ইনসাফ ও ন্যায় ভিত্তিক একটি মানবিক সমাজ বিনির্মানের যে মিশন হাতে নিয়েছেন তা বাস্তবায়ন করতে হবে। সাধারণ মানুষের পাশে থেকে মন জয় করে রাজনীতি করতে হবে। দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠান চলাকালে নিহতদের স্বজন এবং আহতদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের দৃশ্যের অবতারনা হয়। সকলেই মোনাজাতকালে তাদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।