নদী

জাবেদ আহমেদ
উপত্যকায় দাড়িয়ে
তোমায় দেখি
চন্দ্রিমা'র আলোয়
হাটি,
কখন পড়বে চোখে
চিকচিক নির্মল জল
উল্লাসে করবো আলিঙ্গন,
ভয়হীন মনে তোমার
পানে এগিয়ে চলে
প্রাণের নদী,
তোমার স্পর্শে শীতল
হবো কখন,
সাগরের বুকে কামনা
ঊর্মিলা উত্তাল।
জাবেদ আহমেদ
উপত্যকায় দাড়িয়ে
তোমায় দেখি
চন্দ্রিমা'র আলোয়
হাটি,
কখন পড়বে চোখে
চিকচিক নির্মল জল
উল্লাসে করবো আলিঙ্গন,
ভয়হীন মনে তোমার
পানে এগিয়ে চলে
প্রাণের নদী,
তোমার স্পর্শে শীতল
হবো কখন,
সাগরের বুকে কামনা
ঊর্মিলা উত্তাল।
আগের সংবাদ