অচ্ছূত

অচ্ছূত

আহমেদ কামাল খোকন

প্রেম দেবার স্বরুপ, মহাকান্তি মহারুপ

উন্মুখ সাধক, সত‍্য সদা পিছে,

বধূ হে। তোমায় দূঃখ দেবার কে আছে। 

যত্রতত্র প্রেমিকজন, রহিয়াছে বিলক্ষন

সুখের ঝান্ডা বিনে কিছু নাই,

বধূ হে। আমিই তবে, দূঃখ হইট

প্রাঞ্জল কথকতা, কখনো নীরবতা

কখনো নীলাদ্রি কৈলাস পরে

বধূ হে। আর যাবে কত দূরে। 

উন্মাষিক দু'টি পা, পদচিহ্ন যথাতথা

ঠিকানা অন্বেষায় চলে

বধূ হে। আমি ভাবি, তুমি বুঝি এলে।