অন্যথায়

অন্যথায়

শামীমা আহমেদ 

তবুও যেন কোথায় একটা কিন্তু রয়ে যায়,

কেন যেন কেবলি

একটা প্রশ্নে এসেই সংলাপ দাঁড়ায় ।

যদিও জবাব নেয়ার ইচ্ছে নেই মোটেও,

তথাপি মন বুঝতে নারাজ,

অকারণে তা মেনে নিতেও

অস্বীকৃতিতে মুখোমুখি আজ।

কিছুতেই মিলে না ব্যবধান আর দূরত্বের কারণ।

যা বেলাশেষে করে হতবিহ্বল, দ্বিধান্বিত

ব্যবচ্ছেদে ছিন্নভিন্ন।

স্বগোতক্তিতে হাতড়ে ফেরা স্মৃতির পাতায়,

কোথায় ভুল ছিল আমার ?

কিভাবেই বা ভুল করেছি আমি ?

কেনইবা বুঝিনি সে ভুল !

পর্দার আড়ালে ঘটে গেছে অন্য মহড়া,

হৃদয়ের প্রতিটি ধ্বনির প্রতিধ্বনিতে ফিরে একই জিজ্ঞাসা ?

আমি তো দেবার বেলায় 

এতটুকু কম দেইনি,

রাখিনি বিন্দুমাত্র নিজের করে 

অদিনের সঞ্চয়,

দিয়েছিতো যতটুকু চাওয়ার ছিল 

তার চেয়েও ঢের বেশি

তবে কেন আজ

"হয়তো" আর "কিংবা" রা এসে বাক্য সাজায়।

হয়তো আমারই ছিল বুঝবার ভুল,

"কিংবা" তার অনিচ্ছাতেই সাজিয়েছিলাম ফুলের ডালা!

নয়তো এ যে নিয়তিরই খেলা,

তাকে বুঝবার অন্যথায়  

আজ অবিশ্বাসের দৃশ্যায়নের পালা।