বিকৃতরূপ

বিকৃতরূপ

রেবেকা সুলতানা রেবা

মানুষের মাঝে মনের চেয়ে বড় কিছু নয় 

যে মন কর্তব্য হীনতার সহচর

সে বোঝেনা মনের কদর।

কলুষিত হয় যদি মন

ছোট হতে থাকে সেই মন।

যদি চাও মনের সজীবতা 

সহজ ভাবে গ্রহন করো

সকল জটিলতা।

বার্ধক্য তারি স্বর্নিকটে

যার মন বয়সের চেয়েও বৃদ্ধ। 

কাদা মাটির মতন মনকে গঠন কর

কোমল মনের দ্বারা সুন্দর কিছু 

প্রস্তুত কর মন বড়ই বিচিত্র 

সুন্দর মন অন্ধকারে জ্যোতির মতো।

মনের শত্রুকে দূরে রেখো

সংশয়, সন্দেহ, অবিশ্বাস কে ঘৃণা কর।

মন দিনে মন কে বোঝার চেষ্টা কর।

মানুষের মাঝে মন শ্রেষ্ঠ 

পৃথিবীর মাঝে মানুষ শ্রেষ্ঠ।