অপরাহ্নে

অপরাহ্নে

শামীমা আহমেদ 

তুমিতো সেই ---

আচমকা পরদেশী মেঘ!

সুনীল গগনের অজানা সংকেত।

ধাবমান পবনে, দুর্বিনীত চলনে

হঠাৎই দৃষ্টির আকাশে উন্মেষ! 

অবিরল কথন বারি ঝরায়

শুষ্ক প্রাণে জীবনী সুধায়

রাখো বাঁচবার কায়ক্লেশ। 

তুমি তো সেই মরুঝড়!

দূর থেকে বয়ে আনা বালুকণায়

বেদুইনের আচ্ছাদিত তাবু তছনছ!

অবাধ্য এলোকেশের অশান্ত গমন।

আগাম বাণীর অপারগাতায়ও

সহসা সাইক্লোনের উদ্বেগ!

ভূকম্পনের অনুধাবনেও

শূন্য চাহনীতে আবেগের নিরুদ্দেশ,

প্রচলিত বাদানুবাদে চলে

সময়ের কাটতির পরিবেশ।

আজো রইলে তুমি দূরবাসী---

নিঃশ্বাস পতনের দূরত্বেও

দূর্জ্ঞেয় অচেনাজন।

নির্মল অপরাহ্নেও 

অস্তমিত সূর্যের বিভাজন।