অম্বুবাচীর দিকে

অম্বুবাচীর দিকে



কাঞ্চন রায়

"তবে যে বললে পালিয়ে যাচ্ছো?"

আমি তো সেই কবে থেকে
আগুন বিছিয়ে বসে আছি;
দহনের উৎসব কি আর রোজ রোজ হবে?
না হয় দু'চারটে ঘাসের দানা ছাই মাখবে—
না হয় দু'চারটে বনটিয়ার খড়ের বাসা জ্বলে উঠব—
ধোঁয়ার কুন্ডলী, ছড়িয়ে পড়বে
বাতাসের কানে কানে!
তাতে কি দাবানলের কিছু যায় আসে?
এইটুকু তো আদর মাখবো —
কবে থেকে সেই দু'চোখে অন্ধকার লেপে বসে আছি;

এখন তো ঋতুরাও অম্বুবাচীর দিকে বইছে