আকাশের চাঁদ চাইনা আমি

আকাশের চাঁদ চাইনা আমি

মনিরুল হক মৃধা। 

ঘরে রেখে চাঁদ মুখ খুঁজি সে আকাশে 

মোর প্রিয়া যেন দিয়া চাঁদ সে ফ্যাকাসে, 

পথে পথে যত দেখি নয় সে ত চাঁদ 

আমার প্রেয়সী তার রূপে ভাঙে বাঁধ।

পড়ে রই পরবাসে ঘরে চাঁদ মুখ 

ডিজিটালে দেখে তারে পাই তাতে সুখ, 

এতো সুখ রাখি কই আধারেই ডুবে

পতি বিনা এই চাঁদনী ফুঁসে উঠে ক্ষোভে।

সতী নারী পতি গতি গায়ে দাগ লাগে

রূপসীর দেখে রূপ কলি পথে ভাগে, 

চাঁদের কলঙ্ক ভাই মুছে তার পতি 

তবেই ফিরিয়ে পায় দাগ লাগা সতী।

যায় দিন ভাল যায় খারাপ সে আসে 

সব কিছু ক্ষুয়ে চাঁদ প্রিয় পতি বাসে,

আঁধার দেখিয়া চাঁদ রাখ কেন দূর

হার রোজ বেসো তারে উজ্বালা এ পুর।

পরবাসি আমি ভাই ঘরে মোর চাঁদ

এর চেয়ে কষ্ট ভাঙে সে ধৈর্যের বাধঁ,

এ বাঁধভাঙা যৌবন মোর প্রিয়তমা

নিতি তারে বলি প্রিয় করে দিও ক্ষমা।

---- আকাশের চাঁদ চাইনা আমি -----