আদি অন্ত কালের পিঠে

আদি অন্ত কালের পিঠে

নাছিমা মিশু

প্রতি জীবনের কিছু কাল না বুঝা,

কিছু কাল কৌতুহল, উচ্ছ্বাস, 

অকারণ ভালো লাগা হাসি আনন্দ 

কুছ নেহি পরোয়া।

আপনারে বলয়ে আপনি রাজা। 

কিছু কাল ঘোর স্বপ্ন, স্বপ্নই দুনিয়া 

পলকহীন অপলক থরে থরে স্বপ্ন সাজানো।

কিছু কাল স্থির না হওয়া, সবটাই রঙিন 

সবটাতেই হাতছানি। 

মনোজোড় গতিতে উতরে ধেয়ে চলায় 

কে পারে ঠেকাতে । 

কিছু কাল ভাব কল্প স্বপ্ন নয় ঠিক, 

বাস্তব দোলা চলে উজান ঠেলা। 

থিতু হতে হতে চলতির হিসাব কষা।

ভুল নির্ভুল আবেগ অনুভব পরিমিতিবোধ 

বুঝা বুঝতে শেখা। 

অতিক্রান্ত গতিতে জীবনী-শক্তি বেঁচে আছি, 

বেঁচে থাকা গরমিল আপন গহীন আপন বোজা।

যা-ই ফেলে আসা, তা-ই সঙ্গে বহন করা, 

কর্মের দায়,বুঝা না বুঝা আবেগের গড় স্বপ্নময় ফানুস। 

এক স্হবিরতায় অপেক্ষা, 

মহাকালের পথে হাঁটার।