হতাশ

হতাশ

 ফুলছুরাত আক্তার মিনু

লাউ গাছে শশা এখন

কুমড়ো বেগুন গাছে,

দুধের স্বাদ জলে মেটাও

মাংসের স্বাদ মাছে।

ঝলসে গেছে তেলের খনি

ঝাল পিঁয়াজে কাটা, 

পানি দিয়ে সিদ্ধ করো

কচু পাতার খাটা।

ধানের চাল ধনী খাবে

দিচ্ছ কেন খোটা !

তোমরা খাবে চালের কুড়ো

সবজি বেগুন বোটা।

বস্তা ভরা টাকা নিয়ে

হাট বাজারে যাও,

অর্ধ খালি প্যাকেট এনে

বউয়ের হাতে দাও।

ধীরে ধীরে ফুরিয়ে যাবে

সংসারের এই সুখ,

জুটবে কি'গো খাওয়া বলো

দেখলে স্বামীর মুখ !

যুবকরা যে ভয় পেয়েছে

করবে না আর বিয়ে,

যুবতী সব ভিন গ্রহে

যাচ্ছে উড়াল দিয়ে।

এই গ্রহে খাবে কি আর

পণ্যে বেজায় দাম,

হতাশ হয়ে শুনছি এখন

ভূতের মুখে রাম।