আমার চাওয়া

আমার চাওয়া


       শাহারা খান
 
বাড়ি চাইনা গাড়ি চাইনা,
চাই সাড়ে তিনহাত মাটি।
ঈমান আমল সঙ্গে নিয়া,
ঐ মাটিকে করি যেন খাঁটি।

বেনারসি চাইনা জামদানী চাইনা,
চাই সাদা কাফন একখান।
ঐ কাফনে থাকে যেন,
আতর গোলাপ জলের ঘ্রাণ।

হীরা চাইনা জহরত চাইনা,
চাই শান্তি সুখের জীবন।
সৎ ভাবে চলে ফিরে,
হয় যেন কালিমার সাথে মরণ।

চাইনা তোমার চোখের জল,
কিম্বা আমার তরে দীর্ঘশ্বাস।
কাঁদো যদি আমার লাগি,
খোদার কাছে কাঁদো বারো মাস।

চাইনা আমি দয়া কারো,
চাই শুধু নবির শাফায়াত।
পাপ গোনাহ ক্ষমা করে প্রভু,
নসিব করো চিরস্হায়ী জান্নাত।