বন্ধন

বন্ধন


- আবদুল মুমিন মামুন

একমুঠো স্বপ্নের ভেতর বসবাস করে মানুষ
ভালোবেসে ঠিকানা খুঁজে পায়-
পথ হারানো পথিক
সীমান্তের ওপারে সুখের সন্ধান করে বেড়ায়;
অবশেষে ফিরে পায় পথ
দু'টি প্রাণের এক যুগল-নীড়ে।

ভালোবেসে মানুষ তাজমহল গড়ে-
একাকীত্বের দুঃসহ সময় পার করে এসে
কেউ হয় শাহজাহান-হয় মমতাজ।

অদম্য স্বপ্ন-পিপাসার নীড়ে
সুখের ঠিকানা খচিত একরাশ ভালোবাসা
একাকার হয় আমৃত্যু বন্ধনে।

এভাবেই জীবন চলে যায়
বয়ে চলা রীতি-
বিপরীত দিগন্তের উষ্ণতায়
মিশে যাওয়ার অফুরান প্রীতি।