ভালোবাসার ব্যাপ্তি

ভালোবাসার ব্যাপ্তি


তসলিমা লিমা

ভালোবাসা কোনো আবদ্ধ পাত্রে থাকা
সুধার মতো নয় যে-
হিসেব করে বিলাতে হবে।
ভালোবাসা পুরো ব্যক্তিসত্তা জুড়ে থাকা অনুভূতি।
ভালোবাসার অনুভূতি স্নায়ুতে সঞ্চিত থাকে
উপযুক্ত সময় আর অনুঘটকের অপেক্ষায়,
তাই বারবার ভালবাসা যায়।
ভালোবাসা সময়ের চাহিদা,
জীবনের শুরু থেকে শেষ অবধি তার ব্যাপ্তি।
পরিমাণে, ধরনে তারতম্য হতেই পারে
কিন্তু শেষ হয়ে যায় না কখনই।
শক্তির মতো বিভিন্ন রূপে বিরাজ করে।
আমিত্ব থেকেই ভালোবাসার জন্ম
আমি আমাকে ভালোবেসেই ভালোবাসি,
আমাকে তৃপ্ত করার জন্যই ভালোবাসি,
ভালোবেসেই কষ্ট পাই, অভিমান করি, ঘৃণা করি।
তাই ভালোবাসাও আমার সাথেই শেষ হবে।