আমরা ট্রফি জিততে চাই: বাটলার

আমরা ট্রফি জিততে চাই: বাটলার

বাংলাভাষী ডেস্কঃঃ

বিশ্বকাপ ছোট দলগুলোর জন্য শিক্ষা সফর। বড়দের জন্য ট্রফির লড়াই। সোনার হরিণে চোখ রেখেই অস্ট্রেলিয়ায় ইংল্যান্ড। এখন পর্যন্ত সঠিক পথেই রয়েছে তারা। উঠেছে সেমিফাইনালে। এতদূর এসে কেবল ভালো খেলার স্বস্তি নিয়ে ফিরতে নারাজ ক্রিকেটের জনকরা। ইংলিশ অধিনায়ক জস বাটলার সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ ট্রফি জিততে চান তারা।

বুধবার (৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘আমরা সবকিছু জিততে চাই। অবশ্যই এমন একটি দল হতে চাই না যারা বলে যে আমরা একটি দুর্দান্ত স্টাইলের ক্রিকেট খেলেছি। সেমিফাইনালের পর ফাইনালে উঠলে... ট্রফির মতো বড় পুরস্কার দাঁড়িয়ে আছে এবং আমরা সবাই এটাই অর্জন করতে চাই। আমরা জানি যে আমরা যেভাবে খেলি সেটাই আমাদের সেরা সুযোগ দেবে।’

আগামীকাল অ্যাডিলেড ওভালে সেমিতে ইংল্যান্ডের প্রতিপক্ষ ভারত, যারা সবশেষ বিশ্বকাপের পর থেকে নিজেদের ব্যাটিংয়ে জোর দিয়েছে বেশি। বড় মঞ্চে এসেছেও শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে। অপরদিকে, ইংলিশ শিবিরে অলরাউন্ডারের হিড়িক। উইকেট এবং দুই দলের শক্তি-সামর্থ্য বিবেচনায় বাটলার বলেন, ‘আমি মনে করি আমরা সবসময় খেলা যতটা সম্ভব এগিয়ে নেওয়ার চেষ্টা করব।’

ইংল্যান্ড দলপতি যোগ করেন, ‘ক্রিকেটে আপনার সামনে থাকা উইকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে। অন্য দেশের তুলনায় অস্ট্রেলিয়ার মাঠগুলোর বাউন্ডারি বড়। তাই অন্য দেশের তুলনায় এখানে বাউন্ডারি একটু কম হয়। এটা খেলার একটি অংশ। আমাদের লক্ষ্য সবসময় ২০০ (রান) হয় না। নির্দিষ্ট উইকেটে বাউন্ডারির কারণে ১২৫ বা ১৩০ এর পরিবর্তে ১৫০ হতে পারে। আমরা সবর্দা এটা করার চেষ্টা করব।’

ইংল্যান্ডের সেমি নিশ্চিতের পথটা তেমন মসৃণ ছিল না। আইরিশ অঘটনের পর তাদের অস্ট্রেলিয়া ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। তাতে পরের গ্রুপপর্বে নিজেদের শেষ দুই ম্যাচ বাঁচা-মরার লড়াই ছিল ইংলিশদের জন্য। অর্থাৎ মূল নকআউট ম্যাচের আগেই নকআউট খেলার স্বাদ পেয়ে গেছেন বেন স্টোকসরা। এ প্রসঙ্গটাও উঠে এল বাটলারের সংবাদ সম্মেলনে।

ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘এর আগে আমরা দুটো মাস্ট-উইন ম্যাচ খেলেছি, তাই আমরা ইতোমধ্যে নকআউট ক্রিকেটে থাকার অনুভূতিতে অভ্যস্ত। সুতরাং আমরা মনে করি যে সেই ম্যাচগুলো থেকে আমরা কিছুটা ভালো আত্মবিশ্বাস অর্জন করেছি। দল সত্যিই ভালো অবস্থানে রয়েছে এবং (আগামীকাল) দারুণ একটি রাতের জন্য সবাই মুখিয়ে আছে।’