আরব্য শূন্যতা

আরব্য শূন্যতা

ইন্দ্রজিৎ বিশ্বাস 

   খোলা জানালার ওপাশে শব্দহীন

ভাষাহীন নিস্তব্ধতায়.... 

নক্ষত্রের বৃষ্টি থেমে গেলে,মুখ তোলে বিবর্ণ মানালি

বিদীর্ণ বিক্ষিপ্ততায়।

পাশা হেরে জুয়া খেলে, যেখানে সীমান্ত নেই

সে চোখের স্থির নভস্তলে... 

বিদূরের ঝড় একদিন গল্পে থেমে গেলে,

ছায়াদের অনুসরে জেগে ওঠে যে পান্থ কিশলয়,

সেখানেই রোজ শিখি,মানুষের ভিড়ে 

একদিন যারা ছিল ছায়ার মতো, ছায়াময়ী, সঙ্গী,

তারা আজ অন্য পৃথিবীতে !

অস্তিত্বহীন নয়-ত্বরান্বিত, সম্পূর্ণ প্রয়োজনে চলে গেছে।

ইশারার বিড়ম্বনায় অসার অস্তিত্বে 

বারবার ফিরে এসে

সেই সব তারাদের বৃষ্টি যখন থেমে যায়... 

তারপর নির্জন বুকে জাগে যে মূক অন্ধকার,

সেইখানে গল্পের নীল জালে নীল পাখি -

চাতকের সুর তোলে আরব্য শূন্যতা'র।