ফি-প্রতীক্ষায়

ফি-প্রতীক্ষায়

মোস্তাক আহম্মেদ

অভিসারী মন হয়ে উঠে, বড় অভিলাষী

তোমারই মুখকমলখানা পানে ।

মোর সমস্ত অনুরাগ ও প্রেমাবেগ ছুটে;

হয়ে যে তারা---- দ্বিগবিদিক !

প্রণয়ের অভিলাষ সুরে তারা বাঁশরী ধরে ।

চেয়ে দেখি ষোড়শীর বিম্বোষ্ঠ ওষ্ঠাধরে

গোলাবী আভার শত বিচ্ছুরণ

তারা প্রভাময়ে দ্যুতিময় হয়ে;

মনের পাতে ঘটায় নক্ষত্রপাত !

ঘটায় আরও,তারা দৃষ্টির বড় দৃকপাত ।

মোর অঞ্চিত হৃদয়কে তারা করে সিক্ত !

প্রেমানলের মিহিবৃষ্টির প্রতি ফোটাতে ।

ফাগুন হাওয়ার বসন্ত প্রেমে ;

জাগে মোর উলসিত হৃদয় ।

বড় পুলকময় সম্ভারে আরও জাগায় পুলক ।

কুহু পাখিটার কলকাকলির স্বর বাজে হৃদপুঞ্জে

সময়ে চলে গেলে, করবে না আর সে কূজন !

তা দেখে নীড়হারা পাখিরা

করবে আরও হাহাকার !

ঝাপটাবে তাদের বর্ণহীন অনুজ্জল ডানা।

থেমে যাবে কৃহৃরণ সময়ের আবর্তে ফি প্রতীক্ষায় ।

হয়ত নন্দিনীর খুঁজে ডানা মেলতে পারে কখন

আবার সে তাকে আপন বিলাসে নিতে খুঁজে !

তার পিপাসার্ত হৃদয়ে জমে থাকা

প্রেমগুচ্ছগুলোকে করে শুধু সাথী ।