আহাম্মক

আহাম্মক

        —দিলারা রুমা

পা থাকলে থাক না থাকলে নাই

দৌড়বেই খচ্ছর, 

গড় গড় ফর ফর যেন 

নিত্যদিনের খেলা।

চোখ থাকলে থাক না থাকলে নাই

তবুও দেখবে ছাই,

তারপর বকবক চকচক 

যত আছে লক লক 

হায়রে আহাম্মক!

জানলে জানুক না জানলে নাই

প্যান প্যানানির

সবজান্তা শমশের ভাই।

নাই খোঁজ ঘরের পরের রশ্মি টানাটানি 

সাথে আছে আর ও কত ঘ্যাঁন ঘ্যাঁনানি।

দিবানিশি যাই ঘষে পোড়া ছাই

নাই নাই কিছু নাই,

শয়তানের মহা শয়তানি 

সারাবেলা একটাই,

কিছু থাকলে থাক না থাকলে নাই 

পরিচয়ে মহাকবি আসলে সাদাপাতা

ঝর ঝর ঝরে যায়।

    ইংল্যান্ড