বিভেদের বিলবোর্ড

বিভেদের বিলবোর্ড


     শফিকুল ইসলাম সোহাগ

নির্বাহীর সমস্ত আদেশে বিষাদের খেতাব যেনো
সম্ভবের পেয়ালায় চুমুক দেয় অসত্যের মড়ক

জ্বলন্ত শঙ্কিল যাত্রা
সংবেদনশীল আগুন
অসংখ্য গ্লানির আয়ুক্ষেতে জমেছে
দুরাশা চক্রজালের বৈরাগ্য পাঠ ,
অমন্দের খেসারতে ধাবমান ষড়যন্ত্র । 
তবু- মন্দাগ্নিতে হাসে প্রবক্তারা

প্রাণহীন অখণ্ড প্রস্তরে নির্ঘাত বাঁধা দেয় সমস্ত সুখ । হিংস্র শ্বাসপ্রশ্বাসের আর্তিমাখা চোখের অস্বস্তির ক্ষতগুলি দায় আরোপিত করে অস্পষ্ট মেঘেদের উপর । অখণ্ডিত ছায়ারা করতালি মারে চিহ্নিত শকুনপাখির পিঠে ।  অবিরাম মধ্যাহ্নে নেমে আসে ক্ষিপ্ততর আগুন । আমি দায় এড়াতে পারিনা ,আমি রাষ্ট্র, এ দায় আমার-আমিই মূল নায়ক   ।  বিধিনিষেধের পথযাত্রায় , প্রশাসক বসায় ছবিহীন আয়নার সংলাপ । একতরফায় পাশ করে সংবিধিবদ্ধ আইন । দুর্বোধ্য তন্ত্রের উলঙ্গ মিথ্যের ফ্যাসাদ 

বিভেদের বিলবোর্ডে নোটিশ টাঙ্গানো জাতির অন্ধকার রেখা