ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর সুপারিশ

বাংলাভাষী ডেস্কঃঃ

আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়িয়ে ২৭ জুন থেকে শুরু করার সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মঙ্গলবার (১৩ জুন) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কমিটির বৈঠক শেষে এ কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, ঈদের সময় মানুষ যাতে সহজে গ্রামে যেতে পারে সেজন্য ২৭ তারিখ থেকে ছুটি দিতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ করা হয়েছে। ছুটি একদিন বাড়িয়ে দিলে ঈদে চাপ কমবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রিসভা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। এক্ষেত্রে ঈদের ছুটি শুরু হবে ২৮ জুন থেকে। তবে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের ছুটি একদিন বাড়িয়ে ২৭ জুন থেকে শুরু করার সুপারিশ করেছে।

এর আগে ঈদুল ফিতরেও ছুটি একদিন বাড়িয়ে ৫ দিন করা হয়েছিল। এবার কোরবানির ঈদেও একদিন বেশি ছুটি দেওয়ার সুপারিশ করা হয়েছে। সুপারিশ অনুমোদন পেলে ঈদের ছুটি হবে ২৭-৩০ জুন পর্যন্ত ৪ দিন।