একাএকা

একাএকা

 রত্নদীপা দে ঘোষ 

 একাএকা কোনোদিন গোল্লায় যাওয়া যায় না 

একাএকা ক্যাকটাসটি পৃথিবীর দীর্ঘতম দৈববাণী 

একাএকার রক্তে সন্ন্যাসীর শ্রুতি, শঙ্খ, নাদ, ধ্বনি 

একাএকা কোনো ধনী শব্দ নয়, তবে প্রতিধ্বনির পাঁজরে প্রবাহিত হয় 

একাএকার পাশে শোক হয়ে দাঁড়ালে, শবদেহ শোনা যায় নিজের 

একাএকার আয়ু পান করে বর্তে গেছে এক ক্ষীণজীবী বাতাসলতাবতী

একাএকা একটি নিগূঢ় গোলাপ, কাঁটাহীন শান্তি-সালসা, আচমন  

গোপন চুম্বন চিরস্থায়ী হয় না কখনো, তবে একাএকারা হয় 

কখনো একাএকাকে মনে মেখো, সাঁইয়ের ভোজবাজী পাবে টের,আর ভোগারতির ঘ্রাণ