দূর দেশের ভ্রমণ

দূর দেশের ভ্রমণ

আব্দুল রাহাজ

পড়ন্ত বিকেলের রৌদ্র মাথায় নিয়ে সজল ও তার বন্ধুরা ঘুরতে বেরিয়েছে পাহাড়ি অঞ্চলে। গ্রামের ফেরিঘাট থেকে সাধু মাঝির নৌকায় চেপে প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে পৌঁছালো রাজগঞ্জের ঘাটে তারপরে ওরা উঠল ট্রেনে। ওদের কপাল টা বেশ খারাপ ওদের সিট নম্বর সব আলাদা আলাদা জায়গায় পরল । সজলের সিটটা বেশ ভালো জায়গায় পড়ল জানালার পাশে ওখানে গিয়ে চুপচাপ বসে রইল। সজল এরপর যেতে যেতে একটা স্টেশনে ট্রেন থামলো তারপর ভুবনের পাশে এসে বসলো একটি মেয়ে বেশ অনেকক্ষণ চুপচাপ থাকলো। জানালার ফাঁক দিয়ে প্রকৃতি দৃশ্য দেখতে দেখতে ওদের ট্রেনটা এগোতে থাকলো। ভুবন এর খুব জল তেষ্টা পেয়েছে বাড়ি থেকে আনতে একদম ভুলে গেছে তার প্রিয় জলের বোতল। তারপর চাপা গলায় মেয়েটিকে বলল আপনার কাছে কি জল আছে তখন মেয়েটি বলল হ্যাঁ আছে বৈকি জল খাবে ভুবন মাথা নেড়ে বলল হ্যাঁ মেয়েটির ভুবনকে জল খেতে দিল। এরপর আস্তে আস্তে কথাবার্তা শুরু হলো হঠাৎ যেন পরিচয়টা থমকে দাঁড়ালো । ভুবন দের স্টেশনটা এসে গেল একটু মুচকি হেসে ভুবন নেমে গেল মেয়েটিও একটু হাসলো তারপর ক্ষণিকের এই পরিচয় দূরের ভ্রমণকে আরো সুগভীর করেছিল ভুবন এর কাছে।