চর

চর
 পৌলমী মিত্র।
নদীর বুকের চরটা দেখেছো ? 
জলের ওপর গুছিয়ে  কেমন !
ধারগুলো ওর ছুঁয়ে ছুঁয়ে  যায়,
নদীর স্রোতের অবাধ চলন।
লাঙ্গলের ফলা চিরে  যায় ওকে ,
ফসল ফলায় চরটা তখন।
প্লাবনের বেগ  মুছে ফেলে ওকে  ,
নদীটা  ভরাট দেখায় যখন ।
নদীর বুকের চরটা দেখেছো ? 
মন্দ তো নয় স্পর্ধা সে তার ! 
বর্ষা যেতেই আবারও সে -
নদীর বুকে ফেরে বারবার ।
গুছিয়ে বসে আগের মতোই ,
মুছে যেতে ভয় পায়না কি ও ?
নিজেরই যার চালচুলো নেই , 
আশ্রয় তবু অন্য কারো !
নদীর বুকের চরটা দেখেছো ? 
ঠিক ভুলে যায় ওর নাম সব।
নদীর নামটা বেশ মনে থাকে ,
দুনিয়ার এই নিয়ম আজব।
আচ্ছা ওই যে চরটা কখনো  -
নদী হতে সে, চেয়েছিল কি?
আপন বেগে চলতো বয়ে,
নিজেতে মত্ত এক উদাসী !
শিকড়ের টানে রয়ে যায় চর ,
হারিয়ে গিয়েও, হারায় না তাই। 
বহমানতায় স্থির থেকে যায়,
চাইলেই কি, পালায় সবাই ?