একূল/ওকূল" (মুর্শিদী/ গীতিকাব্য

একূল/ওকূল" (মুর্শিদী/ গীতিকাব্য


-----------আব্দুছ ছালাম চৌধুরী 

আমার একূল ওকূল দুকূল জুড়ে—তোমার বিচরণ,
আমি গান লিখি,কবিতা লিখি,(২)আর করি তোমার'ই কীর্তন।
আমার একূল ওকূল দুকূল জুড়ে —তোমার বিচরণ-২।। 

আমার মন পবনে পাল তুলিয়া
ওই সাগরে ভাসি,
যতই আসুক ঝড় তুফান
আমি হই'না উদাসী,,
পাড়ি দেবার শক্তি আছে,—বৈঠায় আছে ওজন,
আমার একূল ওকূল দুকূল জুড়ে —তোমার বিচরণ।। 

ঢেউ উঠিলে ঢেউ কাটি
হেইয়া হেইয়া বলে,
সামনের গলুই রাখছি সোজা
নৌকা নাহি দোলে,, 
মনে মনে ধরছি গান,—ডুবিবার নাই কোনো কারণ,
আমার একূল ওকূল দুকূল জুড়ে—তোমার বিচরণ।। 

সুরে সুরে আগগাইয়া যাই
লইয়া আল্লাহ'র নাম,
আল্লাহ থাকতে কে আছে'রে
কার এতো সুনাম,, 
আল্লাহর প্রেমে মজে যে'জন,—স্বার্থক তার জীবন,
আমার একূল ওকূল দুকূল জুড়ে— তোমার বিচরণ।। 

২৮/৬/২০২১ খ্রীস্টাব্দ/লন্ডন"