বর্ষা

বর্ষা

হোসাইন মুহাম্মদ মুরাদ মিয়া 

আষাঢ়ের আকাশে

মেঘমালা নড়ে,

ক্ষণেক্ষণে বৃষ্টি

টুপটাপ পড়ে।

খোকাখুকু ঘরেতে

খেলে নিজ সাধে,

মায়েদের চিন্তা

কখন কি রাঁধে।

গাছপালা ভিজছে

বৃষ্টির জলে,

হাঁসগুলো খেলছে

আমোদিত দলে।

বর্ষার বারিতে

নদীনালা ভরে,

পশুপাখি কষ্টে

ভিজে নীড় ঝড়ে।

হয় যদি বন্যা

ডুবে কত বাড়ি,

গরীবের উনুনে

বসে না তো হাড়ি।