একুশ এলেই

একুশ এলেই

- সৈয়দুল ইসলাম

একুশ এলেই গর্ব করি

বাংলা ভাষা নিয়ে,

সালাম বরকত রফিক জব্বার

আনল জীবন দিয়ে।

একুশ এলেই বাংলা ভাষার

সার্থকতা বুঝি,

কাব্য গানে বীর বাঙ্গালি

শহীদ ভাইদের খুঁজি।

একুশ এলেই ভাষা শহীদ

দেয় নাড়া দেয় প্রাণে,

হাসিমুখে লড়েছিল

মায়ের ভাষার টানে।

একুশ এলেই শহীদ মিনার

যায় ভরে যায় ফুলে,

রক্তে রাঙা একুশ মোদের

কেমনে যাব ভুলে।