এসো বৈশাখ দখিন হাওয়ায়"

এসো বৈশাখ দখিন হাওয়ায়"

রফিকুল ইসলাম 

এসো বৈশাখ দখিন হাওয়ায়

তৃষ্ণাতুর চাতকের জলের চাওয়ায়।

চৈত্র শেষের দারুণ খরায়—

নব নীরদে ফল্গু ধারায়।

এসো বৈশাখ দখিন হাওয়ায়..

এমনি দিনে ছিল সঙ্গি সই

ঝুলায়ে বেণী গেল সেজন কই?

গোলাপ জবায় দুলিয়ে দুল—

হারায়ে তারে না পাই কূল ।

এসো বৈশাখ হাওয়ায় হাওয়ায়

ঈষাণ কোনে বিজলী জ্বালায়।

দেখি যদি তারে চোখের চাওয়ায়

কাঁদি বসে আজ তার সজল-মায়ায়।

এসো বৈশাখ দখিন হাওয়া..

তপ্ত হৃদয় চৈত্রের দারুণ খরায়

এসো তুমি ফিরে গোধূলীবেলায়

ফিরে এসো বৈশাখ গ্রামের মেলায়

সাজিয়ে বিজলীর বেণী মেঘমালায়। 

এসো বৈশাখ দখিন হাওয়ায়

নতুন পাতার পুলক ছোঁয়ায়।

এসো হে বৈশাখ দখিন হাওয়া

কাঁদিয়ে এসো গগন-সীমায়,

আমার ব্যথার চোখের জলে 

পড়ুক ঝরে দগ্ধ ধরণী তলে।