ও কদমের বর্ষা

ও কদমের বর্ষা

সালেহ উদ্দিন সুমন 

ও কদমের বর্ষা তুমি
কেন বাংলাদেশে?
ও কদমের বর্ষা তুমি
হও পৃথিবীর দেশে দেশে।

পৃথিবীর সব দেশে দেশে
ও কমদ তুমি ফোট।
বর্ষাকালে নদীর পানি আর
কদম সৌন্দর্য্য লোট।

মাতাল করা মৌ মৌ গন্ধ
পৃথিবীর সব দেশে ছড়াক।
ও কদমের বর্ষা ওরে কদম
পৃথিবীময় ছড়িয়ে যাক।