গোধূলি রাঙা বিকেল হবে

গোধূলি রাঙা বিকেল হবে

মাহমুদা মৌ 

তুমি বরং গোধূলি রাঙা বিকেলে হও 

একবার নয় 

বার বার হও 

মৃত আমি নিঃশ্বাস নেবো

বেঁচে উঠবো 

হাসবো 

তোমার চোখে চোখ রেখে ভুলে যাবো

জীবনের যতো ভুল ঠিকানা  

গল্পের পসরা সাজিয়ে বসবো

গোধূলি রাঙা বিকেল পেরিয়ে

নিলাদ্রী সন্ধ্যায় মৃদু হাওয়ার দোলায় দুলবো 

আড় চোখে চোখ রেখে 

মত্ত হয়ে উঠবো জ্যোৎস্নাময় রাতের আয়োজনে । 

পূর্নিমাকে বলে দেবো 

শহরের অলিগলি আঁধার রেখে 

পূর্নিমার আলো ঠিকরে পড়ুক আমাদের দিকে 

ফুসফুসের কুঠুরিতে ঢুকুক আলো 

অনুরণন তুলুক হৃদ মন্দিরে 

ফাগুনের রাতে মাতাল হবো

অপ্রাপ্তির জ্বালা ঘোচাবো

পাগলপারা আমি স্বপ্নে হেঁটে বেড়াবো

তোমার স্পর্শে স্নিগ্ধ হবো

হবে কি তুমি আমার গোধূলি রাঙা বিকেল ?