কে চায়

কে চায়

এম হাবীবুল্লাহ

বদ্ধ হতে কে চায় বলো

বদ্ধ কূপের জলে

সমুদ্দুরের জল যদি পায়

স্বচ্ছ ও টলটলে।

অন্ধকারে থাকতে কে চায়

পূর্ণিমা চাঁদ পেলে

চায় না তো কেউ কাটুক জীবন

শুধুই অবহেলে।

হতে চায় কি চোখের আড়াল

পেলে মনের মানুষ 

আপন করে কাছে পেতে

সাজে রঙিন ফানুস।