কিছু অব্যক্ত অনুভূতি

কিছু অব্যক্ত অনুভূতি

ফাতেমা ইসরাত রেখা 

কতদিন হয়ে গেলো সবুজ দেখা হয়নি 

কবুতর মেলেনি পাখা দূর আকাশে মেঘ ছুঁয়ে, 

কতদিন শব্দরা খুঁজে পায়নি পথ তোমার চোখে 

সাদা রঙের ভাত শালিক ঝাঁপ দেয়নি চিতায়। 

কতদিন বলা হয়নি মনের কোনো কথা, 

লেখা হয়নি সে সব কিছু নিজস্ব ডায়েরীতে

আজকাল তবু সমুদ্র দেখি দু'চোখের পূর্ণিমায়। 

প্রতিদিন শব্দের চিৎকারে ঘুম ভাঙে 

মুখোমুখি বসি নিত্য কোলাহলের ব্যস্ত শহরের 

এখানে জন্ম নিয়ে নাগরিক অধিকার পেয়েছি।

আমি ভেসে চলি সময়ের ঠোঁটের নিঃশব্দ দহনে 

অলিখিত সাদা পাথরে প্রবাহিত ঝর্ণার প্রথম জলে।

এখানে ঘর পুড়ে মন ভাঙা চোরা আগুনের তাপ 

রোদ্দুর নিকোয় জ্বলন্ত চিতার নিচে চৈতালী দুপুরে 

তবুও বসন্ত উঁকি দিয়ে হাসে যেনো তোমার ঠোঁট ছুঁয়ে। 

এখানে প্রতিনিয়ত ভাঙে নদী, ভাঙে বুকের পাঁজর 

কথারা ফুরিয়ে যায় অব্যক্ত বেদনায় উদাসী চোখে 

অধিকার, চাওয়া,পাওয়া কিংবা যুদ্ধ যুদ্ধ সময়

সবই তোমার ইচ্ছা অনিচ্ছায় খুন হয় হেয়ালীতে। 

বয়সের ভারে নুয়ে পড়া গোলাপের পাপড়িগুলো 

শুকিয়ে যাওয়ার আগে বারুদ হয়ে ওঠে তবুও।

খই ফুটিয়ে দু'ঠোঁটে চিৎকার করে বলতে চায় 

ভালোবাসি এই জন্ম, এই বেঁচে থাকার মুহূর্তগুলো

তোমাকে পাবার নিবিড় মায়ার সেইসব সময়।