মানুষ

মানুষ

মোঃ ইসমাঈল 

হঠাৎ যে দিন বন্ধ হবে 

দুনিয়ার কাজ-কাম। 

পাল্টে যাবে পরিচিতি

লাশ হবে "ডাকনাম"। 

সময়ের ব্যবধানে পাল্টে যায় পরিচিতি

কেন আমরা গর্ব করি নিয়ে সাময়িক সম্পত্তি।

কিছুক্ষণ আগে ও যে ছিল কত অধিপতি

মানুষ মারা যায় রেখে যায় শুধু স্মৃতি।

এসেছি এই ধরনীতে ক্ষনিকের জন্য

কেনো আমরা কেড়ে নিব গরিবের অন্ন।

কেউ আসেনি পৃথিবীতে থাকতে উপোস

মারা গেলে করবেনা কেউ আফসোস। 

সৎ কর্মের মাঝে থাকে অনেক শান্তি 

বেলা শেষে মনে পাবেন খুব প্রশান্তি। 

করবেন ভালো কাজ যতদিন বাঁচবেন দুনিয়াতে

আপনাকে মানুষ আঁকড়ে রাখবে তাদের স্মৃতিতে।