কথা একবার বললে তা আর ফিরিয়ে নেওয়া যায় না।

কথা একবার বললে তা আর ফিরিয়ে নেওয়া যায় না।

মোঃ নাহিদ হাসান মজুমদার

এক কৃষক তার প্রতিবেশী সম্পর্কে নিন্দা মন্দ করছিল, ভুল বুজতে পেরে সে গেল এক ধর্ম উপদেষ্টার কাছে ক্ষমা চাইবার জন্য। ধর্ম উপদেষ্টা তাকে এক বস্তা পালক নিয়ে গিয়ে শহরের মাঝখানে ঢেলে দিয়ে আসতে বললেন। কৃষক কথামত কাজ করল। তারপর ধর্ম উপদেষ্টা কৃষককে শহরের মাঝখানে গিয়ে পালকগুলি পুনরায় বস্তায় ভরে আনতে বললেন। কৃষক চেষ্টা করলো কিন্তুু দেখা গেল সব পালকেই হাওয়ায় উড়ে চারিদিকে ছড়িয়ে গিয়েছে। খালি বস্তা নিয়ে কৃষক যখন ফিরে এলো, তখন ধর্ম উপদেষ্টা বললেন, " তোমার কথাগুলিও পালকের মত। তুমি সহজেই বলে ফেলেছো, কিন্তু তারপরে, আর ফিরিয়ে নিতে পারবে না। সুতরাং আমরা সতর্কতার সহিত বাক্য ব্যবহার করবো।